বাংলাদেশের উত্তর-পশ্চিমাংশে অবস্থিত নওগাঁ জেলার ১১টি উপজেলার মধ্যে বদলগাছী একটি উপজেলা। ইহার উত্তরে জয়পুরহাট সদর, পশ্চিমে মহাদেবপুর ও পত্নীতলা উপজেলা, দক্ষিনে নওগাঁ সদর ও পূর্বে জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলা। ইহার আয়তন ২১৩.৯৮বর্গ কিঃমিঃ। ভূমি প্রকৃতি সমতল ও উচু। গড় বৃষ্টিপাত ৭৭সেঃমিঃ